বঙ্গবন্ধুকে হত্যায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদ খানের জামাতা ফুয়াদ জামানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের একটি মামলায় বুধবার রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্র জানায়, ফুয়াদ ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গত ১৫ আগস্ট একটি পোস্ট দিয়েছিলেন। পরে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাম্মদ নাজমুল হাসান পিয়াস গেল ২৩ আগস্ট ধানমণ্ডি মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। সাত দিনের রিমান্ড আবেদন করে আজ বৃহস্পতিবার ফুয়াদ জামানকে আদালতে পাঠানো হয়েছে।
২০১০ সালের জানুয়ারিতে পুরনো কেন্দ্রীয় কারাগারে সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের বাধা কেটে যাওয়ায় ওই বছরের ২ অক্টোবর মোহিতুল ইসলাম বাদী হয়ে ধানমণ্ডি থানায় বঙ্গবন্ধু হত্যার মামলা দায়ের করেন। মামলায় মোট আসামি ছিল ২০ জন। বিচারপ্রক্রিয়া শেষে পাঁচজনের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়।
আজকের বাজার/এমএইচ