জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর পান্থপথে স্টার সিনেপ্লেক্সে বিনামূল্যে জাতির পিতার ৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিওচিত্র ‘পিতা’র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় হাজার শিশু-কিশোরসহ আগ্রহীরা এ প্রদর্শনী উপভোগ করতে পারবেন বলে বৃহস্পতিবার (১৬ মার্চ) তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মানসে তথ্যমন্ত্রীর বিশেষ উৎসাহে ও তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’ নির্মিত এই ত্রিমাত্রিক ভিডিওচিত্রটির প্রদর্শনীর আয়োজক বেসরকারি বাণিজ্যসংস্থা ওকে ওয়ার্ল্ড।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র প্রধান নির্বাহী ও অভিনেতা আফজাল হোসেন, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ওকে ওয়ার্ল্ড’র প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গণের বিশিষ্টজনেরা স্টার সিনেপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে এ প্রদর্শনী উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে আয়োজক সংস্থা ওকে ওয়ার্ল্ড’র পক্ষ থেকে।
সুত্র: দ্য রিপোর্ট