বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে মাদকবিরোধী কনসার্টে গান গাইবেন নগরবাউল-খ্যাত জেমস। ২৪ নভেম্বর শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়াবেন এই রক তারকা। ফেসবুকে এক ভিডিও বার্তায় জেমস বলেন, ‘বন্ধুরা, বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে আসছি গান শোনাতে। দেখা হবে, গান হবে।’
জানা গেছে, এই কনসার্টে আরও গাইবেন বরেণ্য সংগীতশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার, মিলা, ইমরান, রেশমি, ঝুমুর, সোহাগ, জুয়েলস, বাংলাদেশ পুলিশ থিম সংয়ের শিল্পী সার্জেন্ট দ্বীন ইসলাম। দুপুর ২টায় শুরু হবে কনসার্ট।
এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন ভারতীয় অভিনেত্রী শুভশ্রী, কলকাতার ‘কিরণমালা’ ও ‘রাশি’ সিরিয়ালের নাম ভূমিকায় রূপদানকারী দুই অভিনেত্রী। গোপালগঞ্জসহ দেশব্যাপী মাদকবিরোধী কনসার্টের আয়োজন করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)। সার্বিক ব্যবস্থাপনায় জনকল্যাণ উন্নয়ন সংস্থা ‘কাদামাটি’।
অনুষ্ঠানটির প্রবেশপত্র পেতে হাজী রুস্তম আলী সুপার মার্কেটে এফআই কালেকশন থেকে কিনতে হবে টি-শার্ট। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে আরটিভি।
সুত্র: দ্য রিপোর্ট