বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা মহানগর জজদেরর উদ্দেশে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বক্তব্য রাখবেন ৩ ফেব্রুয়ারি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজদের উদ্দেশে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক,এমপি দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন ৩ ফেব্রুয়ারি।

আজ ৩১ জানুয়ারি এ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশতঃ সময় পরিবর্তন করা হয়েছে। সুপ্রিমকোর্টের মূখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ বাসস’কে এ কথা জানান।

এছাড়াও সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজগণের উদ্দেশে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মহোদয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক,এমপি মহোদয়ের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশতঃ অদ্য ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সোয়া ৬ ঘটিকায় অনুষ্ঠিত হবে।’

দেশের ৬৪ জেলার জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজদেরকে উক্ত অনুষ্ঠানে যথাসময়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান