জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিয়েনায় বাংলাদেশ মিশনের উদ্যেগে গত ১১, ১২ জুলাই দ্বিতীয় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রেলিয়ার (বিসিসিএ) সহযোগিতায় স্থানীয় সিবার্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টে ৫টি টিম অংশ গ্রহণ করে। বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রেলিয়া নিয়মিতভাবে অস্ট্রেলিয়ান জাতীয় ক্রিকেট লীগে খেলে আসছে। বাংলাদেশের বংশোদ্ভূত খেলোয়াড়দের সমন্বয়ে বিসিসিএ টিম গঠন করা হয়।
বঙ্গবন্ধু টুর্ণামেন্টে অংশ নেয়া ৫টি টিম হচ্ছে সিলেট এক্সপ্রেস, ভিয়েনা টাইগার্স, লিনজ মোহামেডান, বিক্রমপুর স্পোর্টিং ক্লাব ও বৃহত্তর নোয়াখালী কিংস। খেলায় সিলেট এক্সপ্রেস চ্যাম্পিয়ন ও ভিয়েনা টাইগার্স রানারআপ হয়।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত, জাতিসংঘে স্থায়ী মিশনের প্রতিনিধি এবং ভিয়েনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ১২ জুলাই অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবদুল মুহিত বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে জানান। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট টিমের প্রধান কোচ ও ম্যানেজার কুইন্টন নোরিস উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদশী কমিউনিটির সদস্যগণও টুর্ণামেন্ট উপভোগ করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান