শনিবার সকালে অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে শিশুদের জন্য লেখা ‘মুজিব গ্রাফিক নভেল’ বইয়ের চতুর্থ খন্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
বঙ্গবন্ধুর আত্মজীবনীর নানা ঘটনাবলি শিশুদের জন্য কমিক আকারে প্রকাশ করা হয়েছে এ বইটিতে। দিল্লি অভিযান নিয়ে লেখা এ খন্ডে বন্ধুদের সাথে বঙ্গবন্ধুর নানা দুষ্টুমি আর মজার কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তাঁর আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, স্কুল ও শিক্ষা জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরা হয়েছে বইটিতে।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮