জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হেবরনে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিক আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি শেখ হাসিনাকে সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করারও আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে শেখ হাসিনার প্রতি আহ্বান রাখেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের বিষয়টি জোরালোভাবে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ