জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০১৯, রবিবার ধানমন্ডির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা এর নেতৃত্বে ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ব্যাংকের পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম, হেলাল আহমদ চৌধুরী, মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো: জয়নাল আবেদীন, সৈয়দ আবু আসাদ ও মো: কামরুল হাসান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মু. শামসুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া এবং তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।