আজ (৩ জুন ২০২১-বৃহস্পতিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্যার ধানমন্ডির ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ স্যার সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার,গ্রন্থাগরিক মো: এনামুল হক, বিভিন্ন দপ্তরের পরিচালক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, সাংবাদিক, কর্মচারী ও সহায়ক কর্মচারী সমিতি সহ আরো অনেকেই স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।