জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নবগঠিত কমিটি।
মঙ্গলবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাসোসিয়েশনের নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ডিএমপি কমিশনার কমিটির অন্য সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জাদুঘরে রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন ডিএমপি কমিশনার।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পুনঃনির্বাচিত হন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার। গতকাল ১৫ জানুয়ারি অ্যাসোসিয়েশনের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়।
আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮