জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর।
মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে জাদুঘরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাদুঘরও ঘুরে দেখেন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন জয়শংকর। প্রায় ৪৫ মিনিট সেখানে অবস্থান করেন তিনি।
এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস তার সাথে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকা আসেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
আজকের বাজার/এমএইচ