বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মমতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা। মঙ্গলবার (১৭ মার্চ) বিধানসভায় বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিধায়করা জাতির পিতাকে স্মরণ করেছেন।

এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরপর বিধানসভার স্পিকার ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বঙ্গবন্ধুকে নিয়ে ভাষণ দেন।

মমতা বলেন, বাংলাদেশের এই অবিসংবাদিত নেতা মাতৃভাষা এবং মাতৃভূমির জন্য লড়াই করে আজও জাতির অনুপ্রেরণা হয়ে আছেন।

ফরিদপুরের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ বছরটি তার জন্মের শতবর্ষ হওয়ায় ২০২০ সালকে মুজিববর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার।

আজকের বাজার/শারমিন আক্তার