বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি সবার হৃদয়ে গেঁথে থাকবে: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন একটি স্থায়ী প্রতিচ্ছবি সবার হৃদয়ে গেঁথে থাকবে। তিনি আজ চাঁদপুর সরকারি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর বিশাল এক প্রতিচ্ছবি উম্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ১৯২০ সালের এই দিনে ঠিক রাত আটটায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন। সেই স্মৃতি ধরে রাখতে ২০২০ সালের ১৭ মার্চ মঙ্গলবার একই সময় তার জন্মশতবার্ষিকীতে চাঁদপুর সরকারি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর স্থায়ী এই প্রতিচ্ছবি নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু একসময় এই কলেজের একটি হোস্টেল মাঠে জনসভা করেছিলেন। তার আগে এই কলেজ শুভ উদ্বোধন করেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যার হাত ধরে বঙ্গবন্ধুর রাজনীতিতে হাতেখড়ি। করোনাভাইরাস সম্পর্কে ডা. দীপু মনি বলেন, “দেশ ও জনগণকে রক্ষা করতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে। এই জন্য স্বাস্থ্য সচেতনতার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমি আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন। অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশ করে। এটিও উম্মোচন করেন ডা. দীপু মনি। পরে শিক্ষামন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা কার্যালয়ের আলোচনা সভা ও সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত আতশবাজি উৎসব প্রত্যক্ষ করেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান