জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন।
তিনি সোমবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। খবর ইউএনবি।
প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন জাদুঘর ঘুরে দেখেন এবং সেখানে পরিদর্শন বইতে সই করেন।
অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন জাদুঘরে লি নাক-ইয়োনকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বঙ্গবন্ধুর নাতনি সায়মা জাতির পিতার ইতিহাস সম্পর্কে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন রবিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি পরিদর্শন বইতে সই ও একটি গাছের চারা রোপণ করেন।
বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষ করে সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।
বাংলাদেশের পর তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাতার সফর করবেন লি নাক-ইয়োন।
আজকের বাজার/এমএইচ