বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের ইউনস্কো কর্তৃক প্রামান্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায়,এর গুরুত্ব ও নানা দিক নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ তাঁতী লীগ একাংশ।
১৫ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় ৯/১ সেক্রেটারীয়েট রোড,পশ্চিম ফুলবাড়িয়ায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু পরিবারের সন্তান,তাঁতী লীগ একাংশের সভাপতি শেখ কামরুল ইসলাম বিটু। এতে বিশেষ অতিথি থাকবেন কুয়েত আওয়ামী লীগের সাধারন সম্পাদক,তাঁতী লীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান। তাঁতী লীগ সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভা পরিচালানা করবেন তাঁতী লীগের সমন্বয়কারী তুষার আহাম্মেদ টুকু। এতে বিভাগীয় ও জেলা কমিটির সমন্বয়কারী এবং আহবায়করা উপস্থিত থাকবেন।
আলোচনা সভা শেষে সংগঠনটির নতুন অস্থায়ী কার্যালয়ও উদ্বোধন করা হবে।
আজকের বাজার:এলকে/এলকে ১৫ নভেম্বর ২০১৭