বঙ্গবন্ধুর সমাধিতে ইউজিসি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সোমবার ১ জানুয়ারি পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে তিনি শ্রদ্ধা জানান।

এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা শহিদ মাহমুদ, তাঁর স্ত্রী গীতাশ্রী মাহমুদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খন্দকার নাসিরউদ্দিন উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন, ইউজিসি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আজকের বাজার: আরএম/এলকে/ ১ জানুয়ারি ২০১৮