গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২ জুন) সকাল ১১টায় বঙ্গবন্ধুর সমাধীসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর পরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন ৩ বাহিনীর একটি চৌকষ দল।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছোটবোন শেখ রেহানা, চাচাত ভাই শেখ জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন। পরে মাজার জিয়ারত শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন।
এর আগে সকাল ১০টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পৌনে ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান।
আজ দুপুরেই প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন বলে জানা গেছে।