জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন আজ শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি দুপুরে টুঙ্গিপাড়ায় সমাধি সৌধের বেদীর সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাসউদ উল হক, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ রুহল আমিন, পাটগাতী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শুকুর আহম্মদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান