গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী এবং এনআইডি-র ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সহিদ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নির্বাচন কমিশনারগণ বঙ্গবন্ধু ভবনে যান এবং মন্তব্য বইতে স্বাক্ষর করেন।
সুত্র: দ্য রিপোর্ট