বঙ্গবন্ধর সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার পর, এটি তার প্রথম সফর।
জেলা পুলিশ সুপার জানান, বেলা ১টা ৫০ মিনিটে, টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন রাষ্ট্রপতি। পরে বেলা ২টায়, বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবেন। এরপর বিশেষ দোয়া মোনাজাত শেষে, ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন রাষ্ট্রপতি। টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরজেড/