জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা লাভ করেছে যথাক্রমে শ্যামপুর ও শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলার পাঁচ উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয় দল নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে সোমবার কালেক্টারেট মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনাল ম্যাচে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে শাইলগুন সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় নিয়ে যথাক্রমে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের শিরোপা লাভ করে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থপনায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে খেলোয়াড়ী মনোভাব সৃষ্টি করা ও শিক্ষার পাশাপাশি খেলাধূলায় আগ্রহ তৈরির লক্ষ্যে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট।
আজকের বাজার/লুৎফর রহমান