গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী আল গালিব। ভিসির পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়।
ভিসিবিরোধী আন্দোলনে যারা তাদেরকে সর্বাত্মক সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের ফলে দুর্নীতিবাজ ভিসি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।’
ভিসির দোসরা যেন কোনো শিক্ষার্থীদের ওপর হামলা করতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান আল গালিব।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের ১২ দিনের আন্দোলনের পর গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেন।
আজকের বাজার/এমএইচ