বঙ্গবন্ধু ফেডারেশন কাপ (পুরুষ) প্রতিযোগিতা দিয়ে আবারো কোর্টে ফিরছে হ্যান্ডবল। মুজিববর্ষ উপলক্ষে চার দলের এ আসর দিয়েই সক্রিয় হচ্ছে হ্যান্ডবল। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার সকালে আসরের উদ্ধোধন করবেন পৃষ্ঠপোষক ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান।
এবারের আসরে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এবং টিম হ্যান্ডবল ঢাকা দলসহ মোট চারটি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় অংশ নেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বনাম টিম হ্যান্ডবল ঢাকা। পুরুষদের আসর সফল হলে আগামী মাসে আট দলের মহিলাদের আসর শুরু করবে ফেডারেশন।
প্রতিযোগিতা উপলক্ষ্যে আজ দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ব্রেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান এবং পরিচালনা কমিটির সম্পাদক মো: সেলিম মিয়া বাবু সাংবাদিকদের বিভিন্নœ প্রশ্নের উত্তর দেন। প্রতিযোগিতার সকল ম্যাচ বাংলাদেশ সরকারের নির্দেশনায় সামাজিক দুরত্ব বজায় রেখে এবং করোনভাইরাস প্রাদূর্ভাব প্রতিরোধ সংক্রান্ত সকল রকমের স্বাস্থ্য বিধি-বিধান অনুসরণ করেই পরিচালনা করা হবে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা ।