গতকাল শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ডাবল লিগ পদ্ধতির মোট ৪২টি ম্যাচ। ব্যাটসম্যান-বোলারদের তীব্র লড়াই দেখেছে ক্রিকেটপ্রেমিরা। লিগ পর্ব শেষে বোলারদের মধ্যে সেরার খেতাবটা পেয়ে গেছেন রংপুর রেঞ্জার্সের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ১২ ইনিংসে ২০ উইকেট শিকার করেছেন তিনি।
অথচ প্রথম দিকে বল হাতে নিষ্প্রভ ছিলেন মুস্তাফিজ। তাই তাকে সমালোচনাও হয়েছে অনেক। তবে তার পাশে থেকে ফিজকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজা-মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহরা। দলের সিনিয়র ও সতীর্থদের কথার মান রেখেছেন মুস্তাফিজ। বল হারে জ্বলে উঠে লিগ পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ।
১৮ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। ১৭টি করে উইকেট নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মেহেদি হাসান রানা ও খুলনার শহিদুল ইসলাম।
‘বঙ্গবন্ধু’ বিপিএলে লিগ পর্র্ব শেষে শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
মুস্তাফিজুর রহমানের (রংপুর রেঞ্জার্স) ১২ ১২ ৪৪.৩ ৩১২ ২০
রবি ফ্রাইলিঙ্ক (খুলনা টাইগার্স) ১২ ১২ ৪৫.০ ৩৩০ ১৮
মেহেদি হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৮ ৮ ৩০.০ ২০৯ ১৭
শহিদুল ইসলাম (খুলনা টাইগার্সের) ১১ ১১ ৪১.০ ৩৫৮ ১৭
রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ১১ ১১ ৪০.৫ ২৯২ ১৬
আজকের বাজার/লুৎফর রহমান