বঙ্গবন্ধু বিপিএলে অধিনায়ক হয়েই খেলবেন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ৬ বিপিএলের চার শিরোপাই জিতেছেন তিনি। টুর্নামেন্টের সপ্তম আসরেও মাশরাফির ওপর ভরসা রাখছে তার নতুন দল ঢাকা প্লাটুন।

‘বঙ্গবন্ধু বিপিএল’ নামের এবারের আসরে মাশরাফির দল পাওয়া নিয়েই সংশয় জেগেছিল। ‘এ+’ ক্যাটাগরিতে থাকার পরও তার প্রতি প্রথমে কোনো দলই আগ্রহ দেখায়নি। ঢাকাও ড্রাফটের প্রথম রাউন্ডে ‘এ+’ ক্যাটাগরি থেকে তামিম ইকবালকে কিনেছিল। পরে শেষদিকে তারা মাশরাফিকে কিনে নেয়।

মাশরাফিকে কিনতে দেরি করলেও নেতৃত্ব দিতে দেরি করেনি ঢাকা প্লাটুন। সোমবার (২৫ নভেম্বর) দলটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মাশরাফিকে অধিনায়ক ঘোষণা করে।

টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল গঠন করেছে ঢাকা প্লাটুন। এ দলে রয়েছে তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদি হাসানের মতো দেশি ক্রিকেটাররা। অন্যদিকে লরি ইভান্স, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদিরা বিপিএল মাতাবেন ঢাকার হয়ে। আর তাদের নেতৃত্ব দিবেন মাশরাফি।

ঢাকা প্লাটুন : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, থিসারা পেরেরা (বিদেশি), লরি ইভান্স (বিদেশি), আরিফুল ইসলাম, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা, ওয়াহাব রিয়াজ (বিদেশি), আসিফ আলী (বিদেশি), রকিবুল হাসান, জাকির আলী, লুইস রিস (বিদেশি), শহীদ আফ্রিদি (বিদেশি)।

আজকের বাজার/আরিফ