বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডার। টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম। বুধবার (১১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের ম্যাচটি শুরু হয় দুপুর দেড়টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও মাছরাঙা।
জয় দিয়ে মিশন শুরু করতে চান সিলেট থান্ডারের কোচ হার্শেল গিবস। প্রথমবারের মতো বিপিএলে কোনো দলের কোচ হয়ে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত গিবস। জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করার প্রত্যাশা তার।
এ দিকে, ইনজুরির কারণে অধিনায়ক মাহমুদউল্লাহ না থাকলেও ভালো শুরুর প্রত্যাশা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লার পরিবর্তে দায়িত্ব পালন করবেন রায়াদ এমরিট।
আজকের বাজার/আরিফ