আসন্ন বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে নিজেদের গোছাতে ব্যস্ত সময় পার করছে দলগুলো। তারই ধারাবাহিকতায় টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাত দলই তাদের প্রধান কোচ চূড়ান্ত করে ফেলেছে।
এবারের বিপিএলে দলগুলোর কোচ বিদেশি হবে এমনটাই জানিয়েছিল বিসিবি। তবে তাদের সে সিদ্ধান্ত আর বাস্তবায়ন হয়নি। তাই দলগুলোতে বিদেশি কোচের পাশাপাশি রয়েছে দেশি কোচও। এরমধ্যে, ঢাকা প্লাটুন ও সিলেট থান্ডার্সের দায়িত্বে রয়েছেন দেশি কোচ। বাকি পাঁচ দলই সামলাবেন বিদেশি কোচরা।
টুর্নামেন্টে ঢাকা বিভাগের প্রতিনিধিত্বকারী দল ঢাকা প্লাটুনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সালাহউদ্দিন। অন্যদিকে সিলেট থান্ডার্সের দায়িত্ব পেয়েছেন সারওয়ার ইমরান।
এছাড়া বাকি পাঁচ দল বিদেশিদের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে। কুমিল্লা ওয়ারিয়র্সে ওটিস গিবসন, রংপুর রেঞ্জার্সে গ্রান্ট ফ্লাওয়ার, রাজশাহী রয়্যালসে ওয়াইস শাহ, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে পল নিক্সন ও খুলনা টাইগার্সে জেমস ফোস্টার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
আজকের বাজার/আরিফ