তিন পর্ব শেষ হলো বঙ্গবন্ধু বিপিএলের। জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই ৷ আর সেই সাথে সেরা রান সংগ্রাহকের তালিকাতেও চলছে দারুণ প্রতিযোগিতা। প্রতিদিনই শীর্ষে আসছে নতুন কোনো ব্যাটসম্যান। সিলেট পর্ব শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক রান সংগ্রহের তালিকায় শীর্ষ পাঁচে আছেন কারা।
বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে দেশি বোলাররা দাপট দেখাতে পারলেও ব্যাটসম্যানরা খুব একটা দাপট দেখাতে পারেনি। যে কারণে শীর্ষ রান সংগ্রাহকের তালিকাতে সবার উপরে আছে বিদেশি ব্যাটসম্যানের নাম।
রান সংগ্রাহকের তালিকাতে সবার উপরে অবস্থান করছেন কুমিল্লা ওয়ারিয়র্স অধিনায়ক ডেভিড মালান। যদিও অসুস্থ স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গেছেন তিনি। ৬ জানুয়ারি তার ফিরে আসা্র কথা। তবে সবকিছুই নির্ভর করছে তার স্ত্রীর অসুস্থতার ওপর।
নাম দল ম্যাচ রান
১.ডেভিড মালান কুমিল্লা ওয়ারিয়র্স ৮ ৩৭৭
২.তামিম ইকবাল ঢাকা প্লাটুন ৭ ২৯৩
৩.ইমরুল কায়েস চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের ৭ ২৮৯
৪.ওয়ালটন চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের ৯ ২৭৪
৫. রাইলি রুশো খুলনা টাইগার্সের ৭ ২৭৪
আজকের বাজার/আরিফ