ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা পর্ব মিলে অনুষ্ঠিত হয়েছে মোট ২৮টি ম্যাচ। যেখানে উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশি তরুণ পেসার রানা। সেরা পাঁচে রাজত্বটা টাইগার বোলারদেরই।
এক নজরে দেখে নিন বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকা:
মেহেদি হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)
বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মেহেদি হাসান রানা। তরুণ এই বাংলাদেশি পেসার প্লেয়ার ড্রাফটে বিক্রি না হলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে সুযোগ পেয়েই ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন। তার সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট।
মুস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স)
ঢাকার এই পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রংপুর রেঞ্জার্সের মুস্তাফিজুর রহমান। ৮ ম্যাচে মোট ১২ উইকেট নিয়েছেন তিনি। তার সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট।
শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স)
এবারের বিপিএলের আসরে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি খুলনা টাইগার্সের শহিদুল ইসলাম। ৭ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন তিনি। তার সেরা বোলিং ২৩ রানে ৩ উইকেট।
সৌম্য সরকার (কুমিল্লা ওয়ারিয়র্স)
৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন সৌম্য সরকার। সৌম্যের সেরা বোলিং ১২ রানে ২ উইকেট।
লুইস গ্রেগরি ( রংপুর রেঞ্জার্স)
সেরা বোলিংয়ে এখন পর্যন্ত রাজত্বটা বাংলাদেশি বোলারদেরই। তবে এই তালিকায় সেরা পাঁচে আছেন রংপুর রেঞ্জার্সের লুইস গ্রেগরি। সৌম্যর সমান ম্যাচে ১১ উইকেট নিয়ে পাঁচে আছেন এই ইংলিশ পেসার।
আজকের বাজার/আরিফ