আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ হাশিম আমলা। সাবেক প্রোটিয়া এই ব্যাটসম্যানকে এবার দেখা যাবে বঙ্গবন্ধু বিপিএলে। আসরের মাঝপথে খুলনা টাইগার্সে যোগ দিচ্ছেন তিনি।
আগামীকাল (মঙ্গলবার) টাইগারদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ জানুয়ারি সিলেট পর্বে খুলনার প্রথম ম্যাচে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ পর্যন্তই তিনি থাকছেন বলে জানিয়েছে খুলনার টিম ম্যানেজমেন্ট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৪ ম্যাচে ১,২৭৭ রান করেছেন আমলা। ১৩২.০৫ স্ট্রাইক রেটে হাঁকিয়েছেন ৮টি অর্ধশতক। অন্যদিকে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৪ ম্যাচে ১২৬.১৪ স্ট্রাইকরেট ও ৩০.৮২ গড়ে করেছেন ৪,২৮৪ রান। ২৭টি অর্ধশতকের পাশাপাশি হাঁকিয়েছেন দুটি শতক।
খুলনা টাইগার্স স্কোয়াড:
দেশি:মুশফিকুর রহীম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম।
বিদেশি :রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, হাশিম আমলা।
আজকের বাজার/আরিফ