বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনে অনুষ্ঠিত হবে মোট ছয়টি ম্যাচ। এরইমধ্যে অংশগ্রহণকারী দলগুলো বুধবার সিলেটে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস ।দিনের প্রথম ম্যাচটি রংপুর-রাজশাহীর। বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয়বারের মতো এই দুই দল মুখোমুখি হচ্ছে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রথম দেখায় রাজশাহীকে ৪৭ রানে হারায় শেন ওয়াটসনের রংপুর। ফলে এই ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিশোধ নিতে চাইবে আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন রাজশাহী।
অন্যদিকে, ৮ ম্যাচ খেলে মাত্র ৩ জয় পাওয়া রংপুরের প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স মুখোমুখি হবে।
পরদিন শুক্রবার, দুপুর ২টায় ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্স এবং সন্ধ্যা ৭টায় সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স।
এরপর দিন শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস মুখোমুখি হবে।
আজকের বাজার/আরিফ