বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণে আগ্রহী জার্মান

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে জার্মান ভিত্তিক এভিয়েশন প্রতিষ্ঠান এভি অ্যালায়েন্স।প্রতিষ্ঠানটির জেদ্দা,এথেন্স,হামবুর্গ,সিডনি,তিরানা,বুদাপেস্টসহ আরও কয়েকটি আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের অভিজ্ঞতা রয়েছে।

১৩ নভেম্বর দুপুরে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটনমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ আগ্রহের কথা জানানো হয়। কোম্পানিটি পাবলিক-প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) ভিত্তিতে এর অর্থায়ন, ডিজাইন, নির্মাণ, পরিচালন ও ম্যানটেনেইন্স এ আগ্রহী। এটি নির্মাণে ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। বিওটি ভিত্তিতে প্রথমে ২৫ ও পরে ২০ বছরের জন্য চুক্তি হবে।

সভায় মন্ত্রী বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার এ বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে। এ বন্দর ১০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, দেশের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন খাতে বিশাল অবদান রাখবে।

উল্লেখ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠান নিপ্পন কোই লিমিটেড সমীক্ষা যাচাই শেষে মাদারিপুরের শিবগঞ্জের চর জানাজাত, মুন্সিগঞ্জের সিরজাদিখানের কিয়াইন ও ঢাকার দোহারের চর বিলাশপুরকে প্রাথমিক ভাবে নির্বাচিত করেছে।

এসময় বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, এভি অ্যালায়েন্সের বুদাপেস্ট বিমান বন্দরের প্রকল্প পরিচালক জোহান মার্টিন, এভি অ্যালায়েন্স পরিচালক এঙ্গার ফিশার প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাজার:এলকে/এলকে ১৩ নভেম্বর ২০১৭