বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে এক কোটি টাকার অনুদান দিয়েছে এসবিএসি

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে এক কোটি টাকার অনুদান দিয়েছে। সোমবার গণভবনে ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন অনুদানের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

এসময়ে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক উপস্থিত ছিলেন।