করোনা প্রাদুর্ভাবে কর্মহীন পয়ে পড়া দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরের ৭০০ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
আজ শনিবার বঙ্গবন্ধু শিল্পনগরে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী শ্রমিকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। প্রত্যেকটি পরিবারের মাঝে দশ কেজি চাল,দুই কেজি আটা,এক কেজি চিনি ও এক কেজি তেল,লবন,সেমাই ও ২ কেজি ডাল বিতরণ করা হয়।
করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর দেশের অর্থনৈতিক অঞ্চলে চলমান উন্নয়ন কর্মকান্ড আপাতত বন্ধ রয়েছে। ফলে সেখানে কর্মরত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় বেজার পক্ষ থেকে কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিরতণের উদ্যোগ নেয়া হয়েছে।
পবন চৌধুরী জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য অর্থনৈতিক অঞ্চলগুলোতেও শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
উল্লেখ্য,বেজা সারাদেশে এক’শ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ করছে। এর মধ্যে বঙ্গবন্ধু শিল্পনগর হলো সবচেয়ে বড় ৩০ হাজার একর জমি ওপর প্রতিষ্ঠিত।