করোনাভাইরাস শনাক্তে, গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে সংস্থাটির একটি প্রতিনিধি দল ২’শ টি কিট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জমা দেয়।
এ সময়, পরীক্ষার জন্য নির্ধারিত চার লাখ ৩৭ হাজার টাকা দেয়া হয়েছে বলে জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেন, সাত দিনের মধ্যে তারা এ কিটের কার্যকারিতা বিষয়ে, বিএসএমএমইউ থেকে ফলের আশা করছেন।