যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেল সেতু করার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী আয়োজনের আগে বা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্মাণ কাজ উদ্বোধন করবেন। নির্মাণ কাজ শুরুর ঠিক চার বছরের মধ্যে কমপ্লিট হবে সেতুর কাজ।
মঙ্গলবার সকালে টাঙ্গাইলের যমুনা নদীর পাড়ে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী নুরুল হক সুজন।
মন্ত্রী আরও বলেন, দুই ভাগে হবে সেতুর নির্মাণ কাজ। এক ভাগ নদীর পূর্ব অংশে অপর ভাগ হবে পশ্চিম অংশে। এরইমধ্যে শেষ হয়েছে টেন্ডার প্রক্রিয়া। জাপানের তিনটি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছে। যে কোম্পানি প্রথম হবে তারাই করবে সেতুর নির্মাণ কাজ।
এসময় উপস্থিত ছিলেন- রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের রেলওয়ে স্টেশনে পৌঁছালে টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।
আজকের বাজার/এমএইচ