জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজিএমইএ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচী গ্রহণ করেছে। কর্মসূচীর অংশ হিসেবে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় উর্মি গ্রুপ, অনন্ত গ্রুপ এবং শিন শিন গ্রুপের কারখানাগুলোয় গাছের চারা রোপন করেছে।
বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক তানভীর আহমেদ, সাবেক পরিচালক শরীফ জহির, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী এবং উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহন করেন।
বিজিএমইএ নেতৃবৃন্দ কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কারখানাগুলোতে প্রচারপত্রও বিলি করে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান