আজ শুক্রবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা সম্পূর্ণভাবে গ্রহণ করবে বাংলাদেশ সরকার। বিকেল ৫টায় ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেস থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা গ্রহণ করবে সরকার। শুক্রবার এ তথ্য জানিয়েছে বিটিআরসি।
চলতি বছরের ১১ মে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছানোর পর এটির ইন অরবিট টেস্ট (আইওটি) সহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।
এরমধ্যে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করার পরীক্ষাতেও এটি সফলতা দেখিয়েছে। পরে স্যাটেলাইটের মাধ্যমে দুবাইতে এশিয়াকাপ ক্রিকেটের সম্প্রচারসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষাও করেছে বাংলাদেশ টেলিভিশন।