আবারো নির্ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণের সময়।সব কিছু ঠিক থাকলে আগামী ১০ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় বিকাল ৪টা ১০মিনিটে উৎক্ষেপণ করা হবে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহটির।
এর আগে সম্ভাব্য উৎক্ষেপণের তারিখ ৪ মে থেকে পিছিয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকবার স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ পরিবর্তন করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা’র কেপ ক্যানাভেরালে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা হবে। এটির কক্ষপথ হবে মহাকাশের ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়।
জানা গেছে, স্যাটেলাইটটির নির্ধারিত স্লটে পৌঁছাতে আট দিন সময় লাগবে।
আরজেড/