বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি রাত হতে যাচ্ছে ১০মে দিবাগত রাত। এই রাতে মহাকাশে যাচ্ছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১'।
ঐতিহাসিক এই মূহুর্তটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ফেসবুকেও স্যাটেলাইটের উৎক্ষেপণ সরাসরি দেখানো হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাংলাদেশ টেলিভিশনকে এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়।
আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় মহাকাশের পথে যাত্রা শুরু করবে স্বপ্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট।
মহাকাশে উৎক্ষেপণের আগে গত শুক্রবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের যান্ত্রিক পরীক্ষা সম্পন্ন করে স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স। ফ্লোরিডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় অরল্যান্ডোতে কেনেডি স্পেস সেন্টারে এ পরীক্ষা চালানো হয়।
রাসেল/