বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কাহিনিচিত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে রচিত শহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে এর আগে ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ ও ‘কবি ও কবিতা’ নামের দুটি কাহিনিচিত্র নির্মিত হয়েছে।

এবার নির্মিত হলো এ গল্প নিয়ে তৃতীয় কাহিনিচিত্র ‘তখন পঁচাত্তর’। মিরন মহিউদ্দীনের চিত্রনাট্যে এটি নির্দেশনা দিয়েছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি কাহিনিচিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

তিয়াসা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত কাহিনিচিত্রটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মোর্শেদ আলম। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রুনা খান, শ্যামল মাওলা, ঊর্মিলা শ্রাবন্তী কর, রাশেদ মামুন অপু, রামিজ রাজু, এসএম মহসীন, হিন্দোল রায়সহ অনেকে।

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘তখন পঁচাত্তর’ কাহিনিচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এটি অচিরেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।

আজকের বাজার: সালি / ১৯ জানুয়ারি ২০১৮