বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘বঙ্গবন্ধু ৩০তম জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ’ এর ফাইনালে উন্নীত হয়েছে বিজেএমসি ও বাংলাদেশ আনসার।
আগামীকাল বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে গত আসরের শীর্ষ দুই দল একে অপরের মোকাবেলা করবে। ফাইনাল শেষে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার প্রদান করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক্সিম ব্যাংক লি: এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলি মিয়া।
আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৩৯-১৭ গোলে নওগাঁ জেলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-১১ গোলে এগিয়ে ছিল।
অপর সেমিফাইনালে বিজেএমসি ৩৮-১৪ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-০৮ গোলে এগিয়ে ছিল।
আগামীকাল ফাইনালের আগে দুপুর ১২.৩০টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর ও নওগাঁ জেলা।
আজকের বাজার/লুৎফর রহমান