বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে এক হাজার ৫০ মেট্রিক টন কয়লাবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় জাহাজটির অন্তত ১২ জন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন।
কোস্ট গার্ডের পূর্বাঞ্চলের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, ‘হিরা পর্বত-৮’ নামের জাহাজটি ঢাকার দিকে যাচ্ছিল। সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে এটি হঠাৎ ডুবে যায়।
তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কোস্ট গার্ড ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে বলে জানান তিনি।
আজকের বাজার/লুৎফর রহমান