বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৫ রোহিঙ্গার মৃত্যু: কোস্টগার্ড

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছে মঙ্গলবার ভোরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। অন্তত ১৫ রোহিঙ্গার লাশ ও আরও ৬৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

কোস্টগার্ডের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে দুটি ট্রলার ২৫০ জনের বেশি রোহিঙ্গা নিয়ে টেকনাফের মোনাখালী এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। পরে মঙ্গলবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ৩-৪ কিলোমিটার কাছে হঠাৎ একটি ট্রলার যাত্রীসহ পানিতে ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের যৌথ অভিযানে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৬৩ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও জানান, উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস দুর্জয় যোগ দিয়েছে। এদিকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা আরেকটি ট্রলারেরও খোঁজ পাওয়া যায়নি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান