বঙ্গোপসাগরে ৬ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগর অঞ্চলে বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভারতীয় মান সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প হয় বলে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের ৮৪ কিলোমিটার গভীরে।

ভারতের জাতীয় সমুদ্র তথ্য সেবা কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে সমুদ্রের স্তর বৃদ্ধি পায়নি বলে সুনামি দেখা দেয়নি।

তাৎক্ষণিকভাবে পাওয়া সংবাদে প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে স্থানীয়রা কম্পন টের পেয়েছেন।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূকম্পন প্রবণ এলাকা। এমনকি ২০১৫ সালের ৯ নভেম্বর সেখানে ২৪ ঘণ্টার মধ্যে ১২ বার ভূমিকম্প দেখা দেয়। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৫ বা তার বেশি। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ