বছরজুড়ে ২শ ৯১কোম্পানির এজিএম

এ বছর(২০১৭) জুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২শ৯১টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা(এজিএম)অনুষ্ঠিত  হয়েছে।  এর মধ্যে ১৮৫টি কোম্পানি ২ শতাংশ থেকে ৭৭৫ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ ঘোষনা করেছে৷ ২০১৬ সালে ২৮৪টি কোম্পানি তাদের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করে ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজকের বাজার:এসএস/২৮ডিসেম্বর ২০১৭