বিশ্বকাপ থেকেই সময় খুব একটা ভালো যাচ্ছে না টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। মাঝে মাঝে চেনা রূপে ফেরার আভাস দিলেও হতাশই করছেন বেশি। বলে ধার নেই বলে সমালোচনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে! তবে তার ভক্তদের জন্য সুসংবাদ। চলতি বছরের ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকার সেরা পাঁচে আছেন তিনি।
২০১৯ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারীর পাঁচজনই পেসার। এ তালিকায় মুস্তাফিজের অবস্থান চতুর্থ। তিনি ১৬ ম্যাচে শিকার করেছেন ৩৪ উইকেট। প্রথম স্থানে ভারতের পেসার মোহাম্মদ সামি। তিনি ২১ ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন।
তালিকার দুইয়ে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ২০ ম্যাচে ৩৮ উইকেট শিকার করেছেন তিনি। তৃতীয় স্থানে আছেন বোল্টের স্বদেশী পেসার লকি ফার্গুসন। তার ঝুলিতে আছে ১৭ ম্যাচে ৩৫ উইকেট। ১৯ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে ভারতের ভুবনেশ্বর কুমার আছেন তালিকার পাঁচে।
এ বছর মুস্তাফিজ ৫ উইকেট নিয়েছেন দু’বার। ১৪১.১ ওভার বল করে ৩৪ উইকেট পুরেছেন নিজের ঝুলিতে। গড় ২৮.১৪ এবং ইকোনমি ৬.৭৭! তার সেরা ফিগার ৫৯ রানে ৫ উইকেট।
সেরা দশের বাকি পাঁচজন যথাক্রমে- ভারতের কুলদ্বীপ যাদব (২৩ ম্যাচে ৩২ উইকেট), অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (১৬ ম্যাচে ৩১ উইকেট), ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল (২৪ ম্যাচে ৩১ উইকেট), ভারতের যুজবেন্দ্র চাহাল (১৬ ম্যাচে ২৯ উইকেট) ও ইংল্যান্ডের ক্রিস ওকস (১৯ ম্যাচে ২৯ উইকেট)।
আজকের বাজার/আরিফ