সোমবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার পাকুড়িয়া ও ভাতশালা ইউনিয়নে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী। নিহতরা হলেন-নবীন মিয়া (১৮) ও রহিমা বেগম (৫১)। আহত আকলিমা খাতুন (৫৪) ও মোছা বেগমকে (৪৫) জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বজ্রপাতের আঘাতে মারা যাওয়া নবীন মিয়া ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকার সোহেল মিয়ার ছেলে ও শেরপুর শহরের বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আর নিহত রহিমা বেগম পাকুড়িয়া ইউনিয়নের তাড়াগর গ্রামের আতশ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার ভাতশালার কুঠুরাকান্দা গ্রামের বাড়ির পাশের স্কুল মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র নবীন মিয়ার মৃত্যু হয়।
অন্যদিকে, পাকুড়িয়ার তাড়াগর গ্রামের গাংপার এলাকায় বাড়ির উঠোনে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে রহিমা বেগম নিহত হন। এসময় আরও ২ নারী আহত হন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান