বজ্রপাতে দেশের পাঁচ জেলায় নয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী-
ফরিদপুর:
ফরিদপুরের দুই উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে নগরকান্দা ও সালথা উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালথা উপজেলার কাগদি স্বজনকান্দা গ্রামের ইদ্রিস মোল্যার স্ত্রী হাসি বেগম (৪৫), বাতা গ্রামের ইসমাইল মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৪৭) ও নগরকান্দা উপজেলার দক্ষিণ বিলনালিয়া গ্রামের পাচু বেপারীর ছেলে ইমরান বেপারী (২২)।
মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা জানান, দুপুরে হাসি বেগম তার রান্না ঘরে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে রান্না ঘরের ওপর বজ্রপাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে বৃষ্টির মধ্যে বিল্লাল বাড়ির পাশে পাট ক্ষেতে কাজ করছিলেন আর ইমরান নদীতে পাট ধুচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
বগুড়া:
জেলার সারিয়াকান্দিতে পৃথক দুই স্থানে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা চর এলাকার আমিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী ফেলানী খাতুন (৩৮) এবং একই ইউনিয়নের চর বাটিয়া গ্রামের তহসিন আলীর ছেলের সুমন মিয়া (৩২)।
পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মতিউর রহমান ফরাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফরাজী উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত ধলু ফরাজীর ছেলে।
মানিকগঞ্জ:
জেলার ঘিওর উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মঙ্গল চন্দ্র সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মঙ্গল চন্দ্র সরকার উপজেলার মৌহালী এলাকার মৃত লালু চন্দ্র সরকারের ছেলে।
মাগুরা:
মাগুরায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় বজ্রপাতে ওয়ালিদ বিশ্বাস (৩৪) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওয়ালিদ সদর উপজেলার নলদাহ গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে।
আজকের বাজার/এমএইচ