বজ্রপাতে পাওয়ারলুম ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে আদম আলী (৪৬) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। এ সময় আসাদুল্লাহ নামে একজন আহত হয়। আহত আসাদুল্লাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রোববার (১৩ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনা নিশ্চিত করে জানান, আদম আলী তার বাড়ির সামনে জমি থেকে ছাগল চড়ানোর পর সেগুলো নিয়ে বাড়ি ফিরছিলেন পথে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

নিহত আদম আলী শ্রীনিবাসদী গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি ওই এলাকায় পাওয়ার লুমের ব্যবসা করেন এবং স্থানীয়ভাবে কৃষিকাজও করে থাকেন।

আজকের বাজার/আরআইএস